কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ৮, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে হার্ট অ্যাটাকে আলী আশরাফ (৪৪) নামের একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় তিনি চিকিৎসা নিতে এসে সিএনজিতে হার্ট অ্যাটাক করে লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করেন। আলী আশরাফ বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

জানা যায়, শনিবার সকালে পুলিশ সদস্য আলী আশরাফ শারীরিকভাবে অসুস্থ্যবোধ করলে চিকিৎসা নেওয়ার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দ্যেশে রওনা হয়। পথের মধ্যে তিনি আরো বেশি অসুস্থ্য হয়ে পড়লে সিএনজি ড্রাইভারকে দ্রুত হসপিটালে নিয়ে আসতে বলে। এক পর্যায়ে দেবিদ্বার উপজেলার চরবাকর নামক স্থানে এসে পুলিশ সদস্য আলী আশরাফ সিএনজিতে লুটিয়ে পড়েন। ওই সময় দ্রুত তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্যকে মৃত ঘোষণা করেন।

তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার সিমরাইল গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বড় মেয়ে আফরুজা ইসলাম স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়েন, বড় ছেলে হাবিবুর রহমান হামিম পঞ্চম শ্রেণীতে পড়ে এবং ছোট ছেলে ওমরের বয়স আড়াই বছর বলে জানা যায়। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শহীদুল্লাহ প্রধান, বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, দেবিদ্বার থানার এসআই আবু তাহেরসহ পুলিশ সদস্যের আত্বীয় স্বজনরা হসপিটালে ছুটে আসেন।

নিহত পুলিশ সদস্যের স্ত্রী রুমা আক্তার বলেন, তিনি সিএনজিতে উঠে আমাকে জানায় তার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, তিনি দেবিদ্বার হসপিটালে যাচ্ছেন। কিছুক্ষণ পর আমরা তার মৃত্যুর সংবাদ পাই।

সিএনজি ড্রাইভার আব্দুল আলীম বলেন, স্যার আমাকে পথের মধ্যে জানান ওনার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসতে। চরবাকর এসে তিনি সিএনজির ভিতরে পড়ে যায়। আমি হসপিটালে নিয়ে আসলে ডাক্তার জানান স্যার মারা গেছেন। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিবুস সালাম খান বলেন, ওই পুলিশ সদস্য হসপিটালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শহীদুল্লাহ প্রধান বলেন, সকালে আশরাফ অসুস্থ্যবোধ করলে আমাদের এক পুলিশ সদস্য বলে চিকিৎসার জন্য ফাঁড়ি থেকে বাহির হয়। এখন তার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ছুটে আসি।