কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা আহত ১৬ জন

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ২৩, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে হারং এলাকায় ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মুন্তাকিম আশরাফ টিটুর কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। নৌকা প্রতিকের প্রার্থী ডা. প্রাণ গোপালের কর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পৌর মেয়রের ছেলে তানিমের গাড়ি ভাংচুর করে এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।

হামলায় হারং এর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুলসহ ৪/৫ জন আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল মবিন (৫০), পৌর যুব লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয় দত্ত (২৯)।

শুক্রবার (২২ ডিসেম্বর) ঈগলের প্রচারণায় যাওয়ার সময় নৌকার নেতাকর্মীরা লাঠি-দা-ছেনি নিয়ে এ হামলা করে। এ সময় গাড়ি ভাংচুর ও কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে নৌকার কর্মীরা। হামলার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেন।

আহত কাউন্সিলর নাজমুল জানান, আমরা ঈগল প্রতিকের প্রচারণায় যাওয়ার সময় চারদিক থেকে হামলা করে। হামলাকারিদের মধ্যে এখানকার জসিম, সোহাগ, রাসেল, সুমন, কামালকে আমরা চিনতে পেরেছি। আমাদের পিটিয়ে তারা আহত করেছেন। এ যদি হয় নির্বাচনের পরিবেশ তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে।

চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সালেহ মাহমুদ ভুইয়া লেনিন হারং এলাকায় আমাদেরকে বেধড়ক পেটানো হয়। আমরা অন্তত ১৬ জন আহত হই।

এ বিষয়ে জানতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।