কুমিল্লামঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সাহ মেডিকেল হলকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৩, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:


কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে ৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রি করায় সাহ মেডিকেল হল নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৩ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানে একাধিক অনিয়মের প্রমাণ পায় অধিদপ্তর। জানা যায়, প্রতিষ্ঠানটি ওষুধের নির্ধারিত খুচরা মূল্য (MRP) উপেক্ষা করে অতিরিক্ত দামে বিক্রি করছিল, যা সরাসরি ভোক্তার সঙ্গে প্রতারণা।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে আরও সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং জেলা পুলিশের একটি টিম।

অভিযান শেষে মো. কাউছার মিয়া বলেন, “এ ধরনের প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।”