স্টাফ রিপোর্টার:
কুমিল্লা যানজটে আটকে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের গাড়ি বহিরকে যানজট মুক্ত করতে গিয়ে নিহত হয়েছেন জসিম উদ্দিন(৫৩) নামে একজন জামায়াত কর্মী।
নিহত জসিম উদ্দিন বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিম পাড়ার মৃত আলী আশরাফ মোল্লার ছেলে।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) সন্ধ্যা সাতটায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার সৈয়দপুর বাজারস্থ ওয়ালটন শোরুম এর সামনে ঢাকামুখী তিশা বাসের চাপায় জসিম উদ্দিন এর মাথায় আঘাত পায় এতে ঘটিনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন বলেন, আমীরে জামায়াত লক্ষিপুর যাওয়ার পথে বাগমারা উত্তর বাজার বালুর মাঠে পথসভা করেন, পথসভাস্থলে পৌঁছার কিছুক্ষণ আগে তার গাড়িবহর যানজটে আটকা পড়ে। তখন আমিসহ সংগঠনের ১৫/২০ জন কর্মী ট্রাফিকের দ্বায়িত্ব শুরু করি। আমরা আমীরে জামায়েতকে নিয়ে পথসভায় চলে যাওয়ার পর জামায়াতের কর্মী জসিম উদ্দিন বাস চাপায় নিহত হন।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শাহআলম বলেন, বাগমারা উত্তর বাজারে বাস চাপায় জসিম উদ্দিন নামে একজন মারা গেছে, মৃতদেহ নিহতের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।