কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার পিস আতশবাজিসহ যুবক আটক

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২১, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় র‍্যাব-১১ এর একটি বিশেষ আভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ভারতীয় আতশবাজিসহ এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (২০ জুলাই) বিকালে র‍্যাব সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৪ কেজি গাঁজা এবং ২১,০০০ পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।

সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২।

আটককৃত মোঃ হৃদয় হাসান (২৪) ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের আলাউদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় হাসান স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এবং আতশবাজি সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।

র‍্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কুমিল্লা অঞ্চলে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।