কুমিল্লাশনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ১৫, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে দুইটি বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ই এপ্রিল) মধ্যরাতে কুমিল্লা কোতোয়ালি থানার আড়াইওড়া এলাকায় র‍্যাব পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এই সময় ওমর ফারুক মুন্না নামক এক ব্যাক্তির ঘর তল্লাশী করে ১ টি বিদেশী শটগান, ১ টি বিদেশী রাইফেল, ১ টি ম্যাগাজিন এবং ১ টি বিদেশী ছুরি উদ্ধার করা হয়।

পলাতক আসামী মোঃ ওমর ফারুক মুন্না (২৩) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আড়াইওড়া গ্রামের মৃত রুক মিয়া এর ছেলে।

মঙ্গলবার দুপুরে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মো: মাহমুদুল হাসান।

র‍্যাব জানায় মঙ্গলবার মধ্যরাতে র‍্যাব পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আড়াইওড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এমন সময় ওই এলাকার মুন্না নামে এক ব্যাক্তির ঘর তল্লাশী করলে বের হয়ে আসে বিদেশী শটগান, বিদেশী রাইফেল, ম্যাগাজিনসহ বিদেশী ছুরি।

কুমিল্লার র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মো: মাহমুদুল হাসান বলেন, পলাতক আসামী মুন্না দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে চুরি, ছিনতাইয়ের মতো সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। উক্ত বিষয়ে পলাতক আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।