স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) অভিযানে কুমিল্লা আদর্শ সদর জাগুরঝুলি এলাকার মেসার্স সোনালী ফিলিং স্টেশন এর বিরুদ্ধে পরিমাপে কম প্রদান করার দায়ে পদক্ষেপ নেওয়া হয়।
প্রতিষ্ঠানটির একটি অকটেন এবং দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট পরিমাপ কম প্রদানে দায়ী হওয়ায়, ওই ইউনিটগুলো ডিটেইন করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন – ২০১৮’ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত। এছাড়াও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার কাজী মো: শাহান, এবং মেট্রোলজি পরিদর্শক আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ।
উল্লেখ্য, জনসাধারণকে সঠিক ওজন এবং পরিমাপ নিশ্চিত করার লক্ষ্যে বিএসটিআই ও জেলা প্রশাসন যৌথভাবে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে থাকে।