কুমিল্লাশনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মোবাইলে কথা বলার সময় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
মে ২১, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নাজমুল হাসান (৩৩) উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল হাসান ও তার কয়েকজন বন্ধু মিলে উপজেলা সদরের কলেজপাড়া এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় যায়। সেখানে গিয়ে তার সাথের বন্ধুরা মিলে লুডু খেলছিল। এ সময় নাজমুল হাসান মোবাইল ফোনে কথা বলছিল। এরই এক ফাঁকে নাজমুল হাসান ওই ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। তার পড়ে যাওয়ার শব্দ শুনে লুডু খেলায় থাকা তার বন্ধুরা দৌড়ে এসে দেখে নাজমুল হাসান ভবনের নিচে পড়ে আছে। এ সময় তারা নিচে নেমে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা তার বন্ধু শাহ মোহাম্মদ তানজিন জানান, নাজমুল হাসানসহ আমরা কয়েকজন বন্ধু মিলে কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন সাততলা ভবনের পাঁচ তলায় যাই। সেখানে আমরা কয়েকজন মিলে লুডু খেলছিলাম। নাজমুল এ সময় তার মুঠোফোনে কথা বলছিল। এরই এক ফাঁকে সে পাঁচতলা থেকে নিচে পড়ে যায়। পরে তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানায়, ছাদ থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। শুনেছি সে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।