কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ৯, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটর সাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌস (৮) নিহত হয়েছেন। সে উপজেলার দুর্গাপুর গ্রামের মাসুদ মিয়ার মেয়ে ও দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম।

নিহতের খালাতো ভাই হৃদয়সহ স্থানীয়রা জানান, শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার চিওড়া পাম্পের উত্তর পাশে সড়ক পার হওয়ার সময় জান্নাত ফেরদৌসকে একটি মোটর সাইকেল ধাক্কা দেয়। এতে জান্নাতুল ফেরদৌসের প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন।