কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই কবিরাজ আটক

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে, তদন্তে স্বার্থে নামপরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। আটক হওয়া দুইজনই পেশায় কবিরাজ। একজনের নাম আব্দুর রব (৭৩)। বাড়ি নাঙ্গলকোট। সোমবার র‍্যাব এই তথ্য জানিয়েছিল।

ওসি মহিনুল ইসলাম জানান, ‘এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। যথেষ্ট প্রমাণও রয়েছে। তবে, তদন্তে স্বার্থে আর কিছু বলা যাচ্ছে না। প্রেস ব্রিফিং করে বিস্তারিত বলা হবে।’

প্রসঙ্গত, সোমবার সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে নিজ বাসা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।