কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মালবোঝাই মিশুক উল্টে চালকের মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২৫, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মালবোঝাই মিশুক উল্টে চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন। নিহত চালকের নাম জিহাদ(১৯), সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবদুল হকের সন্তান। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে আঞ্চলিক আটগ্রাম-শরিফপুর সড়কে বাতিসা ইউনিয়নের পাটানন্দী নামক স্থানে।

ঘটনার সময় সাথে থাকা পরিবেশক কোম্পানির প্রতিনিধি আহত সিয়াম বলেন, সড়কের ওই স্থান দিয়ে যাওয়ার সময় উঁচুনিচু থাকায় হঠাৎ মিশুকটি উল্টে যায়। এসময় আমি ছিঁটকে পড়ি পাশের জমিতে, জিহাদ মিশুকের নিচে চাপা পড়ে। চিৎকার শুনে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন,’আশঙ্কাজনক অবস্থায় তাকে এখানে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার আগেই সে মারা যায়।’

থানার এসআই লিটন জানান, ‘দুর্ঘটনায় নিহত মিশুক চালকের পরিবার ময়নাতদন্ত না করে লাশ নেওয়ার আবেদন করলে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।’