কুমিল্লামঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বোনের মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২৯, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ডোবার পানিতে ডুবে বড় বোন হামিদা আক্তারের (৭) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯শে নভেম্বর) বিকেলে পৌর সদরের পাঁচরায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদা পাঁচরা গ্রামের মাওলানা জামাল উদ্দিনের মেয়ে।

তথ্যটি নিশ্চিত করে নিহতের মামাতো ভাই শরিফ উল্লাহ ভূঁইয়া জানান, মঙ্গলবার বিকেলে দুই ভাই-বোন বাড়ির পাশের ডোবা সংলগ্ন এলাকায় খেলাধুলা মগ্ন ছিল।

এসময় ছোট ভাই শাদ পানিতে পড়ে যায়। পানি থেকে ফাহিমকে উপরে উঠানোর সময় বোন হামিদা ডোবাতে পড়ে যায়। পরে ভাই ফাহিম দৌড়িয়ে ঘরে গিয়ে পরিবারকে জানালে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুরের পানি থেকে হামিদাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, শিশু হামিদাকে হাসপাতালে আনার পূর্বেই হামিদা মারা যায়। চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন চক্রবর্তী বলেন, খবর পেয়ে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতাল থেকে নিহত শিশুর লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।