কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৩, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:


কুমিল্লা গোমতী নদী দিয়ে অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোর রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গোলাবাড়ি বিওপি এলাকায় এ অভিযান পরিচালনা করে ১০ বিজিবি।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ শুক্রবার সকাল ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাদককারবারিরা সীমান্তপথে নিয়মিত অভিনব কৌশল ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা চালায়। তারই অংশ হিসেবে শুক্রবার ভোরে গোমতী নদীতে কলাগাছ ও ককশীটের সঙ্গে বেঁধে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ভদকা, বিয়ারসহ প্রায় ১০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য পাচারের চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে পানিতে ভেসে আসা এসব মাদক জব্দ করে।

তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমসে জমা করা হয়েছে।