কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৩৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১৪, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শিবের বাজার বিওপি এর বিশেষ টহলদল সীমান্ত পিলার ২১০২ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশে পাচারের জন্য প্রস্তুত বিভিন্ন প্রকার ৪৮৭ পিস ভারতীয় শাড়ি আটক করা হয়।

আটককৃত শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৩৭ লক্ষ ৬১ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি এই সাফল্যকে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।