কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বাবু হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা সাইদুল মেম্বার গ্রেফতার

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৫, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত বাবু হত্যা মামলার আসামি মোঃ সাইদুল ইসলাম ভুইয়া ওরফে সাইদুল মেম্বার (৫৬) কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শনিবার রাতে উপজেলার মোহাম্মদ ইউনিয়নের চরকখোলা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের ভুইয়া বাড়ির মৃত কাদিম আলী ভুইঁয়ার ছেলে এবং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক । আজ রোববার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

মডেল থানা পুলিশ সূত্রে জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার এজহারভূক্ত আসামি মো. সাইদুল ভুইঁয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ মোট ২/৩ টি মামলা রয়েছে। সে এলাকায় বিভিন্ন মাদক ও চাঁদাবাজির সাথে জড়িত বলে পুলিশ জানায়।

দাউদকান্দি মডেল থানা ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী বাবু হত্যা মামলার এজহারভূক্ত আসামি মো.সাইদুল মেম্বার গ্রেফতার করা হয়েছে। তাকে আজ রোববার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।