কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বড় বোনের হাতে ছোট বোন খুন

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১০, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। রাগের বশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছোট বোন সামিয়া জাফরিন আরসিকে (৮) গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে তারই আপন বড় বোন। এ ঘটনায় বড় বোন সাদিয়া আফরিন আলভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম রবিবার (৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে জানায়, বড় বোনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আদালতে ছোট বোনকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে। নিহত সামিয়া জাফরিন স্থানীয় মো. সোহেলের ছোট মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, দুই বোনের বাবা-মা চট্টগ্রামে কর্মরত থাকায় তারা দাদি ফাতেমা আক্তারের কাছে থাকত।

ঘটনার দিন শনিবার দুপুরে আরসি খাবার খেয়ে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর দাদি ঘরে ঢুকে দেখতে পান, আরসি নিস্তেজ অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তার গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

দ্রুত তাকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক মোহাম্মদ তকি জানায়, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পর দিন বড় বোন সাদিয়া আফরিনের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করলে পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করেন। পরে সে নিজেই হত্যার কথা স্বীকার করে নেয়।

ওসি সাজেদুল ইসলাম বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে সাদিয়া জানায়, রাগের মাথায় সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।