কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

প্রতিবেদক
Palash Khandakar
মে ১৩, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শরিফ হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার অলিরবাজার জোর পুষ্কুরিণী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরিফ হোসেন ওই গ্রামের কামাল হোসেনের ছেলে।

স্বজনরা জানায়, মঙ্গলবার সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে শরিফ বাড়ির পাশের পুকুরপাড়ে আম কুড়াতে যান। এমন সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।