কুমিল্লাশনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বকশিসের টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যা, যুবকের যাবজ্জীবন

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ৩০, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বকশিসের টাকা বণ্টন নিয়ে বিবাদের জেরে এক সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে মো. রাব্বি হোসেন (২২) নামে আরেক সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রাব্বি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহান মিয়ার পুত্র।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৩ সালের ১০ মে যানবাহনের মালিক ও চালকদের কাছ থেকে প্রাপ্ত বকশিসের অর্থ বণ্টন নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডার এক পর্যায়ে রাব্বি হোসেন তার সহকর্মী মো. মারুফ হোসেন (১৯) এর শরীরে ছুরিকাঘাত করে। মারুফ গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ফিলিং স্টেশনের কর্মীরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করলে তদন্তকারী এসআই মো. আহসান হাবীব ১৩ মে আসামিকে গ্রেপ্তার করেন। রাব্বি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২৯ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের ১৯ সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনানির পর আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।