কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় প্রেমিককে ডেকে নিয়ে ৪ টুকরা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ১০, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাসে মো. নজরুল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর বিরুদ্ধে। হত্যার পর তার লাশ চার টুকরা করে নদীতে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় প্রেমিকা স্মৃতি (২৭) এবং তার স্বামী মো. হোসেন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নজরুল ভূঁইয়া তিতাসের সাহাবৃদ্দি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে এবং পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

গত ৬ আগস্ট রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর ৮ আগস্ট তার বাবা হানিফ ভূঁইয়া তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশ নিখোঁজ নজরুলের মোবাইল ফোনের সূত্র ধরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে রবিবার (১০ আগস্ট) ভোরে সিএনজি চালক হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন।

এরপর লাশ চার টুকরা করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার কথাও জানান। পুলিশ বর্তমানে লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

নিহতের বাবা হানিফ ভূঁইয়া জানান, পরিকল্পিতভাবে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে এবং তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তদন্ত করে আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করেছি।

তারা নজরুলের লাশ চার টুকরো করে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধারের চেষ্টা চলছে।