কুমিল্লাশুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় প্রায় অর্ধলক্ষ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি র‍্যাবের জালে

প্রতিবেদক
Palash Khandakar
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় প্রায় অর্ধলক্ষ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব ১১ সিপিসি ২।মঙ্গলবার সকালে কুমিল্লা কোতয়ালী থানার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এই সময় আটককৃত মাদক কারবারি থেকে ৪৬ হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এইছাড়া ইয়াবা বহনকারী একটি প্রাইভেটকার উদ্ধার করে র‍্যাব।

একইদিন দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান

আটককৃত মাদক কারবারি মোঃ সবুজ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শীবের বাজার রাংগুরি গ্রামের মোঃ জাহাঙ্গীর এর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, আটককৃত মাদক কারবারি সবুজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানায়, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান বলেন, র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।