কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পণ্যবাহী ট্রাক উল্টে পথচারী নিহত

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২১, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় একটি পণ্যবাহী ট্রাক উল্টে আব্দুল খালেক (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাঁশ ব্যবসায়ী সফিকুল ইসলাম জানায়, খালেক পেশায় একজন কসাই।

ভোর ৫টার দিকে গরু জবাই করতে তিনি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আদাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন খালেক। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।