কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় দেড় কোটি টাকার মাদকসহ মাদক কারবারি আটক করেছে বিজিবি

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১৯, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রায় দেড় কোটি টাকার মাদকসহ এক মাদক কারবারিকে আটক করেছে সুলতানপুর ব্যাটেলিয়ান ৬০ বিজিবি। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার জংগলবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি জসিম উদ্দিনকে আটক করে। এই সময় তার কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার মূল্যের ৪৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

আটককৃত মাদক কারবারি জসিম উদ্দিন কুমিল্লা সদর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

বিজিবি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি দল বুড়িচং সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এই সময় উপজেলার সীমান্ত পিলার ২০৬৭/৮-এস থেকে আনমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জংগলবাড়ি এলাকা থেকে ১ কোটি ৪৬ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৪৮ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটর সাইকেল জব্দ করে। আটককৃত মাদকসহ আসামীকে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।