কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় দুই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১১, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

শাহ ইমরান:

কুমিল্লা জেলার গোয়েন্দা শাখার দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ও রাতে সদর দক্ষিণ মডেল থানা এবং বুড়িচং থানায় এ অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানটি সদর দক্ষিণ মডেল থানার গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর এলাকায় পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গতকাল সন্ধ্যায় মোঃ মানিক মিয়া (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। মানিক মিয়া সূর্যনগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

দ্বিতীয় অভিযানটি বুড়িচং থানার ডুবাইচর এলাকায় নুর মহল কমিউনিটি সেন্টারের সামনে পরিচালিত হয়। রাতে জেলা গোয়েন্দা শাখার আরেকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়াশকরণী (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ওয়াশকরণী নন্দের খামার গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে।

উক্ত ঘটনায় সদর দক্ষিণ থানা ও বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

কুমিল্লা জেলার গোয়েন্দা শাখা এই অভিযানের ফলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।