কুমিল্লাশনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ত্রাণ দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ৩১, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান নামে এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক ফোরলেন সড়কের লালমাই উপজেলার কাপাশতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান (৩৫) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইল ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা এলাকার বাসিন্দা।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে আনিসুর রহমানসহ কয়েকজন একটি ট্রাক্টরে করে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ত্রাণ সহায়তা দিতে যান। বিকেলে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে চাঁদপুর-কুমিল্লা সড়কের কাপাশতলা এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয় এবং উল্টে যায়। এতে ৪-৫ জন গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় আনিসুর রহমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।