কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় তুহিন হত্যা মামলার আসামী মানিক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ২, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে আলোচিত তুহিন হত্যা মামলার অন্যতম আসামী মানিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার ভোরে কুমিল্লা কোতোয়ালি থানার শিমপুর এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হলে, আমলী আদালত-২ এর ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মোলি এর নিকট তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

জবানবন্দিতে মানিক তুহিনকে হত্যার আগে শারীরিক নির্যাতনের বিস্তারিত বিবরণ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, আসামি মানিক আদালতে দেওয়া জবানবন্দিতে ভিকটিম তুহিনকে নির্যাতনের ঘটনার বর্ণনা দিয়েছেন। তদন্তের স্বার্থে বিষয়টি যাচাই-বাছাই চলছে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত মানিক বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত হাজী আবুল খায়েরের ছেলে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর রাতে কলেজছাত্র তুহিনকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয়। পরবর্তীতে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ অক্টোবর মারা যান।

এই ঘটনায় ২৩ই অক্টোবর তুহিনের মা ফেরদৌসী আক্তার বুড়িচং থানায় চারজনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।