কুমিল্লাশুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ডেভিল হান্টের ৭ম দিনে অভিযানে আ.লীগের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
Palash Khandakar
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ নিয়ে সাত দিনের অভিযানে মোট ৬৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হওয়ার পর থেকে কুমিল্লায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে আসছে।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, অপরাধ দমন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশের মতো কুমিল্লায়ও গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সাত দিনের অভিযানে মোট ৬৬ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধীদের গ্রেপ্তারে এ অভিযান অব্যাহত থাকবে।