কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ঝোপে মিলল যুবকের গলাকাটা লাশ

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১২, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাস উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন এলাকার গৌরীপুর-হোমনা সড়কের পূর্ব পাশের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ৩০ বছর।

তিতাস থানার ওসি শহিদ উল্যাহ জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করা হয়। এলাকার কেউ মৃত ব্যক্তিকে চেনে না। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।