কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৪ জন গ্রেফতার

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ৮, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জননিরাপত্তা বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ঝটিকা মিছিলের পর পুলিশের বিশেষ অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের কাছ থেকে জানা গেছে, বিদেশে পলাতক আ. ক. ম বাহাউদ্দিন বাহার এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন নেতা সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে এসব মিছিলের আয়োজন করে।

অর্থের বিনিময়ে বিভিন্ন স্থান থেকে লোক ভাড়া করে এবং গাড়ি ব্যবহার করে কুমিল্লা-ঢাকা মহাসড়কে এক মিনিটের একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে মুখে মাস্ক বা রুমাল বেঁধে মুখ গোপন করতে দেখা যায়।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ও প্ররোচনার মাধ্যমে আত্মগোপনে থাকা কিছু ব্যক্তি এসব কার্যক্রমে ইন্ধন দিচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

রাষ্ট্রবিরোধী ও জননিরাপত্তা বিঘ্নকারী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।