কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ছাত্রলীগ নেতা রাজন গ্রেপ্তার

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং বঙ্গবন্ধু প্রজন্মলীগ কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোঃ রাজন মজুমদারকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)।

রাজন মজুমদার দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। স্থানীয় পর্যায়ে তিনি সংগঠনের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। পাশাপাশি বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত রাজনৈতিক মন্তব্য ও পোস্টের মাধ্যমে তিনি নিজেকে একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে তুলে ধরেছেন। বিশেষ করে চলতি বছরের জুলাই মাসে বিএনপি ও জামায়াতের ডাকা আন্দোলন চলাকালে তাঁর সক্রিয়তা বিশেষভাবে নজর কাড়ে। স্থানীয় রাজনৈতিক মহলে রাজনের ভূমিকা নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ঐ সময় তিনি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ রাজন মজুমদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। তবে এসব মামলা বা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি থানা কর্তৃপক্ষ।

সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন,“আমরা পূর্বের কিছু মামলার ভিত্তিতে তাঁকে আটক করেছি। বিস্তারিত যাচাই-বাছাই শেষে গণমাধ্যমকে জানানো হবে।”

গ্রেপ্তারের পর তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।