কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১৬, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্ট:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-২ এর পৃথক দুটি অভিযানে ৪৪ দশমিক ৫ কেজি গাঁজা ও ৫০ বোতল স্কাফ উদ্ধার করা হয়েছে। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এছাড়া পৃথক অপর অভিযানে সদর দক্ষিণ মডেল থানাধীন নোয়াগাঁও এলাকা থেকে ৯ দশমিক ৫ কেজি গাঁজা ও ৫০ বোতল স্কাফ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কোতোয়ালী মডেল থানার শারিফপুর গ্রামের মো. রশিদের ছেলে মো. আরিফ (২৮), ফেনী জেলার থানা সদর লালপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. রনি (২৮) এবং কোতোয়ালী মডেল থানার পাথুলিয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. ইমান হোসেন (৫৯)।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেটকারের মাধ্যমে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

র‌্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।