কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‎কুমিল্লায় খেলতে বের হয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১৬, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


‎কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা ভাওরখোলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ (৬) এবং মুকবিলের ছেলে মাহিন (৫)। তারা আপন চাচাতো-জেঠাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে খেলতে বের হয়ে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে গ্রামের পশ্চিম পাশে একটি পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রা উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশু দুটির মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি ও শোকের মাতম।