কুমিল্লামঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কেএফসিতে ভাংচুর

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ৭, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার:

ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে কুমিল্লা শহরের রানিরবাজার এলাকার এম আলী টাওয়ারে অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় রেস্টুরেন্টের ভিতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। এ ঘটনার পর রেস্টুরেন্টেটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সোমবার ৭ এপ্রিল সন্ধ্যা ৬টার পর এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।

‘নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের ঠাঁই হবে না এ দেশে’ এমন স্লোগানে কুমিল্লায় সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্ট অবস্থান নেয় বিভিন্ন সংগঠন। পরে কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন পণ্য কোমল পানীয় বিক্রি করায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।

বিক্ষুব্দ জনতা জানান, ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে। চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন তৈরী খাবার কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগে কেএফসির টেবিল চেয়ার ভাংচুর করা হয়েছে। এছাড়াও কাচের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।

এর আগে কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে রাণিরবাজারস্থ কেএফসি রেস্টুরেন্টের সামনে এসে জড়ো হন এবং ইসরাইলী পণ্য বয়কটে নানা স্লোগানে অবস্থান নেন তারা।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এবং জেলা গোয়েন্দা সংস্থার দল ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)  সাইফুল  মালিক ও কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কেএফসির কুমিল্লা শাখার আরজিএম হাফেজ দিদার আহমেদ।