কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় করোনা ও ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
জুন ২২, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় কোভিড-১৯ (করোনাভাইরাস) এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ। ডেঙ্গুতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

করোনায় মারা ব্যক্তির বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা। অপরদিকে ডেঙ্গুতে মারা ব্যক্তি দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করোনায় আক্রান্ত একজন এবং মৃত্যুবরণ করেছেন একজন।

চলতি মাসে মোট ৬৭টি পরীক্ষায় ১২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ১২ দশমিক ৫ শতাংশ। পরীক্ষাগুলো জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করানো।

সরকারিভাবে এ জেলায় এখনো করোনা পরীক্ষা শুরু হয়নি বলে হয়ে বলে জানা যায়। এদিকে জেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে।

সরকারি তথ্যমতে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬৪ জন। তবে বাস্তবে এ সংখ্যা পাঁচগুণেরও বেশি বলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন। এর মধ্যে মারা গেছে ১ জন। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু দাউদকান্দি উপজেলায় মারা গেছে ৫ জন। তার মধ্যে চারজন নারী ও ১ জন পুরুষ রয়েছেন।

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, রোববার করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে অপর আরেকজন। আমরা জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা ও ডেঙ্গু সংক্রমণের তথ্য সংগ্রহ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।