কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় একই পরিবারের ৪ জন নিহতের ঘটনায় মামলা

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৩, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্নে লরির নিচে চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে হানিফ পরিবহন ও লরির অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা করেছেন।

নিহতরা হলেন- বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। একই ঘটনায় লরির সামনের অংশে চাপা পড়ে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী আহত হন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান জানায়, নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে হানিফ পরিবহনের একটি বাস ও লরির চালকসহ অন্যান্য অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা করেছেন।

তিনি আরও জানায়, ঘটনার পর সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা পরিদর্শন করেন দুর্ঘটনাস্থল। সমন্বিত মতামতের ভিত্তিতে পদুয়ারবাজার ইউটার্নটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন থেকে সব যানবাহন ঘুরে আসতে হবে।

সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান জানায়, ইউটার্নটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার জেলা প্রশাসক কার্যালয়ে সড়ক ও যোগাযোগ বিষয়ক সমন্বিত সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।