কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ঋণের বোঝা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২১, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঋণের বোঝা সইতে না পেরে জসীমউদ্দীন (৪৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জসীমউদ্দীন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জসীমউদ্দীন বিভিন্ন এনজিও এবং মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। ঋণগ্রস্ত জসীমউদ্দীন পাওনাদারের টাকা পরিশোধ করতে না পেরে রোববার বিকালে কীটনাশক পান করেন। এ ঘটনায় পরিবারের লোকজন তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সোমবার তার অবস্থার আরও অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জসীমউদ্দীনের স্ত্রী মমতাজ বেগম জানায়, সে বিভিন্ন এনজিও এবং মানুষের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের বোঝা সইতে না পেরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং আত্মহত্যার পথ বেছে নেয়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।