কুমিল্লাবৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

প্রতিবেদক
Palash Khandakar
মে ২৬, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় অস্ত্রসহ এক কিশোর গ্যাং লিডার রুদ্র চন্দ্র দাস (২২)-কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল ৭টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অফিস সংলগ্ন রামঘাটলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কুমিল্লার কান্দিরপাড় এলাকার রামঘাটলা ৪৫/১ নম্বর বাড়িতে বসবাস করেন, যা আওয়ামী লীগ অফিসের পাশে অবস্থিত। তার বাবার নাম স্বপন চন্দ্র দাস।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুদ্র স্বীকার করেছেন, সে ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করেছেন। যাদের হাতে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। তারা ভারতীয় সীমান্ত ব্যবহার করে অস্ত্র চোরাচালান করেন এবং তা দেশের অভ্যন্তরে বিক্রি করেন।

যৌথবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাবাহিনীর বিশেষ অবৈধ অস্ত্র উদ্ধারকারী দল ২৩ বীরের এ অভিযান কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র চক্রের সন্ধানে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। আটক রুদ্রকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, ‘রুদ্রকে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি। সবশেষে জেলহাজতে পাঠানো হবে।’