কুমিল্লারবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায়, আটকে দেওয়া হলো নোয়াখালীর বাস

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১১, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:


কুমিল্লাকে নিয়ে আপত্তিকর স্লোগানের ঘটনায় নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস আটকে দেয় কুমিল্লার বিক্ষুদ্ধ জনতা। শনিবার সন্ধ্যায় কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ঢাকায় বিভাগ দাবির কর্মসূচি শেষে নোয়াখালীর কয়েকজন অংশগ্রহণকারী বাসে ফেরার পথে জানালা দিয়ে কুমিল্লা নিয়ে অশোভন স্লোগান দিতে থাকেন। এতে ক্ষোভে ফেটে পড়েন কুমিল্লার বিভাগ আন্দোলনের কর্মীরা। সন্ধ্যা ৭টার দিকে লালসবুজ পরিবহনের বাসটি পদুয়ারবাজার এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধরা সেটি থামিয়ে দেন।

খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যাত্রীরা দুঃখ প্রকাশ করলে বাসটিকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, “বাসে থাকা কিছু যাত্রী জানালা দিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছিল। পরে ক্ষমা চাওয়ায় পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।”