কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

প্রতিবেদক
Palash Khandakar
মে ১৩, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কুবি সংবাদদাতা:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার গুরুতর অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জাতীয় সংগীত এবং মুসলমানদের ধর্মীয় গ্রন্থ (সুরা ফাতিহা) নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেছেন, যা ইতোমধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম মো. আসিফ। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “জাতীয় সংগীত হিসেবে সুরা পাতিহা চাই। ন্যাকামির(পড়ুন নিজামী) বাংলায় বাংলাদেশের দাম নাই।”

তার পোস্টে এক শিক্ষার্থী কোরআন আনার বিষয়ে জিজ্ঞাসা করলে কমেন্টে ফাতিহার যায়গায় পাতিহা ইচ্ছে করে লেখার কথা জানান তিনি।

আসিফের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং তীব্র নিন্দা ও প্রতিবাদের মুখে পড়ে। অনেক অনলাইন ব্যবহারকারী এই মন্তব্যকে সরাসরি ধর্ম অবমাননা হিসেবে আখ্যায়িত করেছেন।

এ বিষয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “একজন মুসলমান হিসেবে কখনো-ই তা মেনে নিতে পারি না। কারণ কোরআন হচ্ছে আমাদের সমস্ত দলমত নির্বিশেষে সবার এক বিশ্বাসের জায়গা। যার সামান্য টুকু অবমাননায় মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়।” তিনি আরও প্রশ্ন তোলেন, “একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে কিভাবে অন্যের মতকে দমন করার জন্য কোরআনের কোন সূরাকে এভাবে ব্যঙ্গবিদ্রুপ করার সাহস পায়!?”

এই প্রতিবাদকারী তার পোস্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় তোমাদের কাছে বিচার দিলাম আশা করি সহিংসতা ছড়িয়ে পড়ার আগে তোমরা তার বিচার করে নিবে।”

আরেক শিক্ষার্থী ফয়সাল তার ফেসবুক পোস্টের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, “সূরা ফাতিহা তে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে সেই সূরা ফাতিহা নিয়ে বিকৃত পোস্টধারী আসিফের বিরুদ্ধে প্রশাসনের অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে। সূরা ফাতিহা ব্যাতিরেখে নামাজ হয়না সেটা হয়তো আসিফ ভুলে গেছে। আমি একজন মুসলিম হিসেবে আমিতো ভুলতে পারছিনা। আল্লাহর শ্রেষ্ঠত্বের সূরা অবমাননার মাধ্যমে সে যে মুসলমান তা বাস্তব ভুলে গেছে।”

এ বিষয়ে অভিযুক্ত আইসিটি বিভাগের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী আসিফ বলেন,’আমি কোন বক্তব্য দিতে ইচ্ছুক না।  আমি যা বলার তা আমার ফেইসবুক স্ট্যাটাসও বলেছি।”