আকাশ আল মামুন, কুবি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপের মেধা তালিকা প্রকাশিত হবে আজ বুধবার সকালে। এরপর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে থেকে ২৮ মে পর্যন্ত।
গতকাল মঙ্গলবার বিকেলে ভর্তি কমিটি সংক্রান্ত মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকা আজ বুধবার সকালে প্রকাশিত হবে। পরিক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইলে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া তাদের ভর্তি কার্যক্রম চলবে ২৫ মে থেকে ২৮ মে পর্যন্ত।’
এর আগে প্রথম ধাপের ভর্তির প্রক্রিয়া শেষে দেখা গেছে, তিনটি ইউনিটে মোট ৩৯১টি আসন ফাঁকা রয়েছে। অর্থাৎ প্রথম ধাপে ৬৩৯ শিক্ষার্থী চূড়ান্তভাবে ভর্তি হয়েছেন। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০টি আসনের বিপরীতে প্রথম ধাপে ভর্তি হয়েছেন ১৯৯ শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ২৯৭শিক্ষার্থী। এ ছাড়া ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১৪৩ শিক্ষার্থী।
উল্লেখ্য, কুবি এইবছর গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়।