কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবি প্রেসক্লাব ও নোবিপ্রবি প্রেসক্লাবের মধ্যে মতবিনিময় সভা

প্রতিবেদক
CUMILLA PRESS
আগস্ট ৫, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাব এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) কুবি প্রেস ক্লাবের কার্যালয়ে এই মতবিনিময় সভায় দুই সংগঠনের সদস্যরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এগিয়ে নিতে নিজেদের মতামত ব্যক্ত করেন।

এই সময় নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের বলেন, কুবি প্রেসক্লাবের এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। অনেক দুঃসময় পার করেছে কুবি প্রেসক্লাব, আমরা দূর থেকে দেখেছি। সদস্যদের একাগ্রতা ও কাজের মধ্য দিয়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছে প্রগতিশীল এই সাংবাদিক সংগঠন। আমরা আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে লেখনী শক্তির মাধ্যমে সবসময় জোরালো ভূমিকা রাখবে কুবি প্রেসক্লাব। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে দুই প্রেসক্লাবের পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি রাহি রহমান এসময় বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবকে আমরা নোবিপ্রবি প্রেসক্লাব ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে মনে করি। নোবিপ্রবি প্রেসক্লাবের দীর্ঘ পথচলায় কুবি প্রেসক্লাব সব সময়ই সুসম্পর্ক বজায় রেখে চলেছে। আজকের এই মতবিনিময় সভা ও আতিথেয়তায় কুবি প্রেসক্লাবের সাথে নোবিপ্রবি প্রেসক্লাবের সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদী।

কুবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাফায়িত মুমিন সরকার সিফাত বলেন, দুই সংগঠনের এই প্রথম আনুষ্ঠানিক সভা হলেও আমাদের সম্পর্ক-সহযোগিতা সেই শুরু থেকেই চলে আসছে। আশা করি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে উভয় সংগঠনের পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সভায় নোবিপ্রবি প্রেস ক্লাবের সহ-সম্পাদক মো. আজগর হোসেন শান্ত, দপ্তর সম্পাদক আজহারুল হক মিজানসহ সংগঠন দুইটির বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।