কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবি কর্মকর্তা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
CUMILLA PRESS
জুন ৫, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের উদ্যোগে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরিষদের আসন্ন নির্বাচন ও নিজেদের মধ্যে মতবিনিময়ের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মো. আবু তাহেরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফ।

ভিন্ন ভিন্ন বক্তব্যে এই সময় কর্মকর্তারা বলেন, শূন্য পদে আমাদেরকে পদোন্নতি দেওয়া উচিত৷ আমরা কতদিন আর একই পদে পড়ে থাকবো। আমরা অনেকে এমন কিছু পদে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি যার জন্য আমরা নিয়োগ পাইনি। এসব কাজের জন্য নানাভাবে নানা সময় কথা শুনতে হয়েছিল৷ এই বিষয়গুলোর সুষ্ঠু সমাধান আমরা আশা করি।