আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২৩ এ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেজিস্ট্রার দপ্তরের মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নিরাপত্তা শাখার মো: ছাদেক হোসেন মজুমদার।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৪ টায় প্রধান নির্বাচন কমিশনার মনিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচনে ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মকর্তা (সহকারী রেজিস্ট্রার) মুহম্মদ জিল্লুল হাসান ও ধীরেন্দ্রনাথ দত্ত হলের কর্মকর্তা (সহকারী রেজিস্ট্রার) মোহাম্মদ রহমত উল্লাহ। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের কর্মকর্তা (সহকারী রেজিস্ট্রার) মো: আকতার হোসেন এবং অর্থ ও হিসাব দপ্তরের মো: সালেহ আহমেদ (মামুন)। কোষাধ্যক্ষ পদে রেজিস্ট্রার দপ্তরের কামরুল আহসান রুবেল, সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশল দপ্তরের মো: মফিজুল ইসলাম। দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের কর্মকর্তা (সেকশন অফিসার) মোহাম্মদ রায়হানুল ইসলাম। ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ পদে অর্থ ও হিসাব দপ্তরের মোহাম্মদ আতিকুর রহমান।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- অর্থ ও হিসাব দপ্তরের মো: আবু তাহের, বিজনেস স্টাডিজ অনুষদের মোহাম্মদ আবদুল হান্নান, অর্থ ও হিসাব দপ্তরের মো: মোখলেছুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের মো: মাসুদুর রহমান, আইসিটি বিভাগের কর্মকর্তা (উপ- সহকারী প্রকৌশলী) মো: শাহ আলম।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো: ছাদেক হোসেন মজুমদার বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি উপাচার্য মহোদয়ের সকল নির্দেশনা মেনে আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করে যাব।
নব-নির্বাচিত সভাপতি মোহম্মদ জাকির হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে কর্মকর্তাদের জন্য আমরা কাজ করে যাব। জামায়াত, বিএনপি, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে উৎখাত করে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে কর্মকর্তাদের জন্য কাজ করে যাব।’












