কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবির সাবেক উপাচার্য ও তিন প্রক্টরের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সদ্য সাবেক উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন, তিনজন প্রক্টর, কিছু শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতাসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাখাওয়াত হোসেন। এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, আবু উবাইদা রাহিদ, সহকারী প্রক্টর অমিত দত্ত এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক রাশিদুল ইসলাম শেখ।

অভিযোগে বলা হয়েছে, গত ১১ জুলাই দুপুর ১১টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অগ্রসর হচ্ছিল। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন। যখন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের কাছে পৌঁছায়, তখন একদল সশস্ত্র সন্ত্রাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতরভাবে আহত হন।

মামলার অভিযোগ অনুযায়ী, এ হামলা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, আবু উবাইদা রাহিদ, সহকারী প্রক্টর অমিত দত্ত এবং অধ্যাপক রাশিদুল ইসলাম শেখের নির্দেশে হয়। এজাহারে নাম উল্লেখ করা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রলীগের নেতাদেরও হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, বুধবার (১৮ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাখাওয়াত হোসেন মামলাটি দায়ের করেন। অভিযোগের বিষয়টি পুলিশ তদন্ত করছে।