আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপ কর্তৃক ” বিশেষ ডে ক্যাম্প,স্কাউট ওন ও ইফতার ২০২৩” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ঠা এপ্রিল) “স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো”-শ্লোগানকে সামনে রেখে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রোভার ও অতিথিদের মাধ্যমে কুরআন তেলাওয়াত, গীতা পাঠ,উপাখ্যান, ইসলামিক সংগীত ও স্কাউটদের একান্ত নিজস্ব অনুষ্ঠান স্কাউটস ওন মূল্যায়ণ করা হয়।
স্কাউট প্রতিজ্ঞা ও আইনকে পরিপূর্ণ ভাবে উপলব্ধি করার জন্য এ অনুষ্ঠান যা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় মহাপুরুষগণের ঘটনাবহুল জীবনের সাথে স্কাউট আইন ও প্রতিজ্ঞার মিল রয়েছে, এমন বিষয় উপস্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কমিটির সম্পাদক ও কুমিল্লা জেলা রোভারের সহকারী কমিশনার মো. জিয়া উদ্দিন, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের প্রকাশনা কমিটির সদস্য মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা রোভার স্কাউট লিডার পিআরএস দিদারুল হক রিমন, ক্যান্টনমেন্ট কলেজের রোভার স্কাউট লিডার শহীদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি ও কুমিল্লা ভিক্টোরিয়া রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট তুহিন মিয়া, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট শাহরিয়ার রহমান ইমন, কুমিল্লা পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের রোভারমেট আরমান,সোনার বাংলা কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট রিফাত।
আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকলীন রোভারমেট মোঃ কাউছার হামিদ জীবন, সাবেক সিনিয়র রোভারমেট মোঃ খোরশেদ আলম, সাবেক সিনিয়র রোভারমেট আবদুর রহমান,সাবেক গার্ল ইন সিনিয়র রোভারমেট সুবাহ ইয়াসমিন বন্যা,রোভারমেট মুশফিকুর রহমান মুশফিক ও বর্তমান সিনিয়র রোভারমেট মাহমুদুল হাসান এবং গার্ল ইন সিনিয়র রোভারমেট জাকিয়া সুলতানা বিথী ও বর্তমান সকল রোভার ও গার্ল ইন রোভাররা।
এছাড়াও ডে ক্যাম্পের অংশ হিসেবে রোভার ও গার্ল ইন রোভাররা বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে।