কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবির বাংলা বিভাগের নবীণ বরণ ও সমাপনী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
CUMILLA PRESS
জুলাই ৩১, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন বাংলা ভাষা-সাহিত্য পরিষদের সহযোগিতায় বিভাগের ১৬ তম আর্তনের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ১১ তম শিক্ষার্থদের সমাপনী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দুপুর ৩ টায় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে বিভাগের ১২ তম আবর্তনের শিক্ষার্থী আবু হাসনাত অনিক ও ১৫ তম আর্তনের শিক্ষার্থী পলি আক্তারের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

প্রথমে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং জাতীয় সংগীত সম্মিলিতভাবে গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর উপস্থিত ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

কলা ও মানবিক অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, ‘স্থানান্তর মানে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে তোমরা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলে তার কতটুকু পূরণ করতে পেরেছ তা আমরা জানি না। তোমরা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে একদিন এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলে তার কতটুকু অর্জন করেছ তা তোমাদের ভবিষ্যৎ কর্মফল সেটাই প্রমাণ করবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের লিডিং বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। জিএসটি ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফোকাস গবেষণা। এডি সায়েন্টিফিক ইনডেক্সে আমাদের গবেষকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমার গাড়ি ঘেরাও, পদত্যাগের হুমকি দেওয়ার পরও গবেষণার কাজ থেমে থাকে নি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমি দুর্নীতি বন্ধ করেছি।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা মুখস্থ বিদ্যার প্রতি ঝুঁকবে না। শিক্ষার্থীদের পড়াশোনার মনোরম পরিবেশ গড়ে তোলার জন্য আমি একটা লেক স্থাপন করে দিব। তোমরা সকলকে শ্রদ্ধা করবে।’

সভাপতির বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, ‘বিদায়ী এ আবর্তনের সাথে স্মরণীয় অনেক সময় কাটিয়েছি। আপনাদের মেধা দিয়ে পৃথিবী রাঙিয়ে তুলুন। বাংলা বিভাগের সাথে আপনাদের সম্পর্ক থাকবে সবসময়। আপনাদের কর্মময় জীবন সুন্দর ও সাফল্যমন্ডিত হউক।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক নতুন শিক্ষা জীবনের পথচলা শুরু হয়েছে আপনাদের। বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ সময় কাটানো বাকী আছে।

এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মোকাদ্দেস- উল- ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার, সহকারী অধ্যাপক সুমাইয়া আফরীন সানি, সহকারী অধ্যাপক জনাব নূর মোহাম্মদ রাজু, সহকারী অধ্যাপক সাদিয়া আফরোজ সিফাত, সহকারী অধ্যাপক সিনথিয়া মুমু, সহকারী অধ্যাপক সুমনা আক্তার, প্রভাষক গোলাম মাহমুদ পাভেলসহ বিভাগের শিক্ষার্থীরা।