কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবি’র নটরডেমিয়ান ফ্যামিলি’র নেতৃত্বে হৃদয়-রাজীব

প্রতিবেদক
CUMILLA PRESS
মার্চ ২৬, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত সাবেক নটরডেমিয়ানদের সংগঠন নটরডেমিয়ান ফ্যামিলি’র আগামী এক বছরের জন্য ২০ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৩ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) সংগঠনের সাবেক সভাপতি সালমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব।

কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি জার্মান ত্রিপুরা, মোহাম্মদ আকমল হোসাইন, মো.সাইফুল মিয়া, মো.ইকবাল হাসান ও তাওহীদ হাসান সানী। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রবিউল আলম রিয়াজ ও মো. আসিফ ইকবাল মজুমদার।কোষাধ্যক্ষ রকিবুল হাসান রিয়াদ, ইভেন্ট সম্পাদক মো.হাবিবুর রহমান রিফাত, জনসংযোগ সম্পাদক সাওদ আনোয়ার সাহিল, মিডিয়া অ্যান্ড প্রেস সম্পাদক নওশীন আল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মোহাম্মদ লাবিব, উপানন্দ চন্দ্র সরকার, আমিনুল হৃদয় ও আবদুল্লাহ আল নোমান দিপু।