আকাশ আল মামুন, কুবি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৫৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ফয়সাল আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন হিসাবরক্ষণ এবং তথ্য ব্যবস্থা (এআইএস) বিভাগের মীর আবু জাফর ।
বুধবার (৩০ এপ্রিল) সদ্য সাবেক সভাপতি মোঃ রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক নূরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মোর্শেদ আলম ,অনুপম প্রভাকর,নাইমুর রহমান দূর্জয়, আলী নূর এবং মেহেদী রাকির। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন রিয়াদ হোসাইন, জাহিদ হাসান মেহরাজ, রাকিবুল ইসলাম, নূর মোহাম্মদ, তানজিলা তাসনিম তুবা, মুহিম মেহরাজ,মেজবাহ উদ্দিন, ইমতিয়াজ আহমেদ চিন্ময় এবং সিব্বির আহমেদ।
এছাড়া, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদাউস হাসান জাফরি, তাসরিফ শাকিল,মিথিলা রহমান সুখী, নুরুজ্জামান হোসেন, শতাব্দী সাহা, আকাশ হোসাইন, ইউসুফ হোসেন, দারুস সালাম রাফি, দিদারুল আলম তানভীর এবং ইব্রাহিম খলিল।
অর্থ সম্পাদক হৃদি সাহা এবং শাহনাজ আক্তার, দপ্তর সম্পাদক মেঘলা আক্তার, প্রচার সম্পাদক প্রান্তিক দাস , ক্রীড়া বিষয়ক সম্পাদক তাহসিন আলম দিহান এবং মোঃ ইসমাইল হোসেন, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক বাঁধন এবং মিরফাত নূর মাহি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাসনিম তাবাঘুম এবং ইসরাত জাহান মারিয়া।
আইন বিষয়ক সম্পাদক রাফিউল হক এবং সুমাইয়া সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রমিত মজুমদার এবং ইয়াসিন ফরহাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তুষার কুমার দত্ত এবং তানভীর হাসান সাকিব।
উল্লেখ্য, এ কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নবাগত সভাপতি ফয়সাল আহমেদ বলেন, ‘পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর পাড়ের বিশ্ববিদ্যালয়ে চাঁদপুরের শিক্ষার্থীদের একমাত্র সংগঠন ‘চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কুমিল্লা’ যা ২০১২ সাল থেকে শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটিতে আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি পূর্বতন সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞ। নতুন কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আমি সংগঠনের কার্যক্রম আরও সফল ও গতিশীল করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’