কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবির কর্মচারী সমিতির নেতৃত্বে কবির-মিজান

প্রতিবেদক
CUMILLA PRESS
জুলাই ৩১, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মচারী সমিতি (১৭-২০ তম গ্রেড) নির্বাচন-২০২৩ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস্টেট শাখার মোঃ কবির হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন নিরাপত্তা শাখার মোঃ মিজানুর রহমান।

সোমবার (৩১ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এছাড়া নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ রিপন হোসেন ও জহিরুল ইসলাম। যুগ্ম সম্পাদক মো: জসীম উদ্দিন, কোষাধ্যক্ষ মো: কবির হোসেন (নিরাপত্তা শাখা), সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, দপ্তর ও আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পাদক মোঃ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী জগন্নাথ চন্দ্র দাস, মহিলা বিষয়ক সম্পাদক রুজিনা আক্তার এবং কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছেন সুমন চক্রবর্তী ও মো: মনির হোসেন।