আকাশ আল মামুন, কুবি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক জনাব মশিউর রহমান।
বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন অফিস আদেশটি স্বাক্ষর করেন।
অফিস আদেশে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দপ্তরের পরিচালক হিসেবে তিনি দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে একাডেমিক সম্পর্ক স্থাপন, নবায়ন ও রক্ষা করবেন। এছাড়া দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমঝোতা স্মারক (MoU/MoA) প্রস্তুত, অনুমোদন ও বাস্তবায়নের বিষয়েও তিনি দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের ভর্তি, ভিসা এবং প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিং উন্নয়ন, আন্তর্জাতিক কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতেও তিনি কার্যকর ভূমিকা পালন করবেন।
অফিস আদেশে আরও বলা হয়, আন্তর্জাতিক গবেষণা প্রকল্প, যৌথ প্রকাশনা, গবেষণা অনুদান প্রাপ্তি এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, স্কলারশিপ, ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়সহ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্বও তিনি পালন করবেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।












