আকাশ আল মামুন, কুবি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইন অনুষদের শিক্ষার্থীদের মেধাবৃৃত্তি স্কলারশিপ ও অসচ্ছল স্টাইপেন্ড-২০২৫ বৃত্তি প্রদান করা হয়েছে। এতে অনুষদের আইন বিভাগের ৮ জন শিক্ষার্থীকে নগদ ৮ হাজার ৫শত টাকা প্রদান করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় আইন বিভাগের মুটকোর্ট রুমে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মো. আলী মুর্শেদ কাজেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী এবং আইন বিভাগের শিক্ষকগণ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, তোমরা হয়তো অনেকে এই সমপরিমাণ টাকা টিউশন করে ইনকাম করো। কিন্তু বৃত্তির টাকাটা একটা অন্যরকম অর্জন। তোমরা এই টাকা দিয়ে বই কিনো অথবা অন্যভাবে যেভাবেই ব্যয় করো, কিন্তু এখান থেকে একটা অংশ অবশ্যই তোমার বাবা-মাকে দিবে। তোমার অর্জনে তাদেরও অবদান আছে। আশা করি এই প্রাপ্তিটা ধরে রাখবে যেন পরেরবারও এই পরিচিত মুখগুলো দেখতে পারি।’
বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মো. আলী মুর্শেদ কাজেম বলেন, ‘আমাদের আইন বিভাগের শিক্ষার্থীরা মেধাবৃত্তি অর্জনের মাধ্যমে যে সাফল্য অর্জন করেছে, তা শুধু তাদের ব্যক্তিগত নয়, বরং পুরো বিভাগের গৌরব। এই অর্জন প্রমাণ করে যে কঠোর পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে যেকোনো লক্ষ্য পূরণ সম্ভব। আমি তাদের জন্য গর্বিত এবং বিশ্বাস করি তারা ভবিষ্যতে দেশের আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং আমাদের বিভাগকে আরও উজ্জ্বল করে তুলবে।’